ইয়ার হোসেন, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- যশোরের ঝিকরগাছায় আবারো কেন্দ্রীয় বিএনপির সদস্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাধারন সম্পাদকসহ ২০ নেতাকর্মীর নামে নাশকতার মামলা হয়েছে। ঝিকরগাছা থানার এএসআই রিয়াজুল ইসলাম বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন। মামলা নং-০৬, তারিখ-০৭/০২/২০১৮ ইং। ধারা ১৯৭৪ সালের বিশেষক্ষমতা আইনের ১৬(২)/২৫-ঘ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধন) ০২ এর ৩/২/৬ ধারা। মামলার এজাহারভ‚ক্ত আসামীরা হলো, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুণ অর রশীদ, সাধারন সম্পাদক মোর্তজা এলাহী টিপু, বিএনপি নেতা সরদার শহিদুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম ও তার ছেলে রিয়েল, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, সাবেক ছাত্রদল নেতা ইমরান সামাদ নিপুন, যুবদল নেতা আয়ুব হোসেন মেম্বার, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক শাহিন আলম বিপ্লব, মোবারকপুর গ্রামের আলী হোসেনের ছেলে মিলন হোসেন, দোসতিনা গ্রামের মৃত কমো বিশ্বাসের ছেলে খাইরুল ইসলাম, গদখালী বাবুপাড়ার নুরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম, মঠবাড়ির ইন্তাজের ছেলে আনোয়ার হোসেন ও মোস্তফা। এছাড়া আটককৃতরা হলো উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বেড়ারোপানি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জামির হোসেন, শামছুর রহমানের ছেলে লিয়াকত আলী, গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের শেখ তাইজেল ইসলামের ছেলে মইনুল ইসলাম মইনুল ও নাভারন ইউনিয়নের বাঁয়সা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মফিজুর রহমান। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের আগের রাতে পৌরসদরের কীর্তিপুর ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের ট্রাক টারমিনালে বসে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এহাজার নামীয় আসামীরা নাশকতার পরিকল্পনা করছিল বলে মামলার বিবরণ সুত্রে জানাগেছে। চলতি মাসেই ঝিকরগাছা থানায় পুলিশের দায়েরকৃত ৪টি নাশকতামুলক মামলা হয়েছে বলে জানাগেছে।