ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
বুধবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে ঝিকরগাছায় বিএনপি নেতাকর্মীদের বাড়িবাড়ি ব্যাপক তল্লাশীর ঘটনা ঘটেছে। এসময় বিএনপি ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আটককৃতরা হলো, নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান শহীদ শওকত আলীর ছেলে রফিকুল আলম মুকুল, একই গ্রামের বিএনপি নেতা আনারুল ইসলাম কালু, বল্লা গ্রামের জামায়াত নেতা ডাঃ আবু তালেব, বাঁকড়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ও বাঁকড়া বাজার কমিটির সাবেক সভাপতি জামির হোসেন, শংকরপুর ইউনিয়নের উলাকোল ওয়ার্ডের বর্তমান মেম্বার বিএনপি নেতা মোহাম্মদ আলী, পারবাজার এলাকার বাসিন্দা উপজেলা যুবদলের সভাপতির ভাই মুক্ত হোসেন, শিমুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আনারুল ইসলাম, একই গ্রামের বিএনপি নেতা তাইজেল ইসলাম ও কালাম হোসেন, শিমুলিয়া গ্রামের বাসিন্দা ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, আজমপুর গ্রামের বিএনপি নেতা সুলতান আহম্মেদ, পুরান্দরপুর গ্রামের সাঈদ আলী বিশ্বাসের ছেলে যুবদল নেতা শাহাজাহান আলী, বোধখানা গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী সলেমান হোসেন। এছাড়া বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর গনি মেম্বারকে পুলিশ আটক করেছে বলে জানাগেছে। আগামী ৮ জানুয়ারী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদালতের রায়কে কেন্দ্র করে এই অভিযান চলছে বলে জানাগেছে।