
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ আজ সোমবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
সোমবার দুপুরে একটি ট্রাক তার মটরসাইকেলসহ তাকে চাপা দেয়। তিনি যশোরের কেশবপুরের চিংড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। সম্প্রতি তিনি ইন্সপেক্টর হিসেবে পদন্নোতি পেয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতালে রয়েছে। তিনি পেশাগত জীবনের বাইরে একজন শিল্পি ছিলেন। যশোরের চৌগাছা থানায় কর্মরত অবস্থায় একাধিক অনুষ্ঠানে তিনি গান গেয়ে দর্শকের মন মাতিয়েছেন।
চৌগাছার মানুষের কাছে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল।