১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ঝিকরগাছায় ২০ মিটির পর প্রশ্নপত্র সরবরাহ পরীক্ষার্থীদের ক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০১৮, ২১:২৩ | 791 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে ঝিকরগাছা মহিলা কলেজ কেন্দ্রে ৫৮৯ জন পরীক্ষার্থী ২০ মিটির পর প্রশ্নপত্র পেয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থী শেষে কেন্দ্রের বাইরে অভিভাবক ও শিক্ষার্থীদের নানারকম হট্টগোল করতে দেখাগেছে। কলেজের অধ্যক্ষ শাহানুর কবীর নিজেদের ভুলের কথা অকপটে স্বীকার করে দাবি করেছেন, ২০১৫,২০১৬,২০১৭ সালের অনিয়মিত (ক্যাজুয়াল) পরীক্ষার্থীদের প্রশ্ন সটিং ভুলের কারণে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন প্রাকৃতিক দূর্যোগ কিম্বা যেকোন অনিবার্য পরিস্থিতি সৃষ্টি হলে পরীক্ষার সিডিউল পরিবর্তন করা যেতে পারে এমন নির্দেশনা রয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র দিতে বিলম্বিত হলেও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের নির্দেশে পরীক্ষার নির্দিষ্ট সময়ের চেয়ে ২০ মিনিট বর্ধিত করা হয়েছে। ফলে দুপুর একটা ২০ মিনিটে এই কেন্দ্রের পরীক্ষা শেষ হয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি আমি অবগত হবার পর কলেজ কর্তৃপক্ষকে পরীক্ষার পূর্ণমান সময় ঠিকরেখে পরীক্ষা গ্রহণের নির্দেশণা দিয়ে তাঁদের পরবর্তী সকল পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কঠোর সতর্ক করে দেয়া হয়েছে। এদিকে স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ খবর পেয়ে ঝিকরগাছা মহিলা কলেজ কেন্দ্রে গেলে কর্তৃপক্ষ সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশাধীকার নেই বলে সাফ জানিয়ে দেন। দেরি করে পরীক্ষা শুরু হওয়ায় কেন্দ্রের বাইরে সাংবাদিকদের পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক সিদ্দিক হোসেন, আলমগীর হোসেন, জামাল উদ্দিন, হাবিবুর রহমান মাস্টারসহ অনেকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET