ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা থেকে পরিত্যাক্ত ৮টি রকেটলঞ্চার উদ্ধার করেছে থানা পুলিশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বর্বর পাকসেনারা লুকিয়ে রাখতে পারে বলে পুলিশের ধারনা। বৃহস্পতিবার ঝিকরগাছা পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আকিবুজ্জামানের জমিতে কয়েকজন কৃষক কাজ করছিল। এসময় কৃষকদের কোদালের মাটির সাথে উঠে আসে একটি লোহার বস্তু। পরে একেএকে উঠেআসে আরও ৮টি। অপরিচিত লোহারবস্তু দেখে কৃষকদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমের নির্দেশে এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে জানান এগুলি যুদ্ধাস্ত্র রকেটলঞ্চার। পুলিশের ধারনা পরিত্যক্ত অকেজো এই রকেটলঞ্চারগুলো ৭১,র মহান স্বাধীনতা যুদ্ধকালিন সময়ে হানাদার পাকসেনারা মাটিরনিচে লুকিয়ে রেখেছিল। পুলিশের উর্দ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।