
শামীম ঝিনাইদহ – এ কেমন শত্রুতার ঝিনাইদহের সদর উপজেলার পোরাহাটি ইউনিয়নের বারই খালী গ্রামের মসিয়ার মালিথা, মতিয়ার মালিথা, ও রোস্তম মালিথা নামের তিন জন কৃষকের ৩বিঘা জমির ৭শ মেহগুনী ও করই গাছের চারা কেটে সাবার করে দিয়েছে অঙ্গাত সন্ত্রাসীরা ।
খবর পেয়ে বুধবার সকালে কৃষকেরা মাঠে গিয়ে দেখে ৩বিঘা জমির সম্পূর্ন ৭শত মেহগুনী ও করই গাছের চারা কেটে সাবার করে দিয়েছে। মর মসিয়ার মালিথা, মতিয়ার মালিথা, ও রোস্তম মালিথা জানান, আমরা কোন গ্রাম্য দলবাজী ও কাইজাই থাকিনা ।আমাদের কোন সত্রু নেই।
সকালে শুনে বারইখালী গ্রামের মাতাব্বর তাহাজউদ্দিন,আতিয়ার রহমান,লুৎফর হোসেন আলী সহ শত শত গ্রাম বাসী ও ইউনিয়নের লোকজন খবর পেয়ে এসে অসহায় ব্যাক্তিদের পাশে এসে সান্তনা দেন।