
শামীম খান ঝিনাইদহ :
ঝিনাইদহ সদরের মওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও হরিনাকুন্ডু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামীলীগের দু-গ্রুপ একই সময়ে কর্মী সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ সকাল ৬ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উভয় স্থানেই ১৪৪ ধারা কার্যকর থাকবে।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মন্ডল জানান, জেলার সদরের মওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ সকাল ১০ টার দিকে আওয়ামীলীগ নেতা বিকাশ চন্দ্র বিশ্বাস ও আ.লীগ নেতা নিজামুল গনি লিটু কর্মী সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা অবনতির আশংকায় ওই স্থান ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। অপরদিকে জেলার হরিনাকুন্ডু উপজেলা পরিষদ মিলনায়তনে আ.লীগ নেতা মশিউর রহমান জোয়ারদার ও আ.লীগ নেতা সাজেদুর রহমান টানু মল্লিক আজ সকাল ১০ টার দিকে কর্মী সমাবেশ ডাকায় সেখানেও ১৪৪ ধারা জারি করা হয়।
উভয় স্থানে পুলিশ মোতয়েন করা হয়েছে।