
শামীম খান ঝিনাইদহ ব্যুরোচিফ :-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে জ্বীনসাধনায় চিকিৎসার নামে কবিরাজি চিকিৎসা ব্যবসা জমে উঠেছে।
জানাগেছে উপজেলার ঝিকটিপোতা গ্রামের নাজমল হকের স্ত্রী আশুরা বেগম জিন সাধনার নামে বিভিন্ন চিকিৎসা প্রদান করে মানুষকে ঠকিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। নাম প্রকাশে অনিচ্ছুক একধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন আশুরা বেগম প্রতি শনিবার ও মঙ্গলবার জিন সাধনার মাধ্যমে চিকিৎসা দিয়ে মানুষকে ঠকিয়ে যাচ্ছে। তিনি ৩শ টাকা থেকে ৩হাজার টাকা পর্যন্ত রোগীর চিকিৎসা ফি রাখেন।যার ফলে চিকিৎসার নামে অপচিকিৎসায় শিকার হতে হচ্ছে চিকিৎসা নিতে যাওয়া রোগীদেরকে।তারা আরও জানান যে এসব কবিরাজদের একটি চক্র আছে যারা রোগী সংগ্রহ করে নিয়ে আসে।
আশুরা বেগমের সাথে কথা বললে তিনি বলেন তার কাছে যে জিন আছে সেই রোগীর রোগ নির্নয় ও চিকিৎসা প্রদান করে। রোগীর ফি এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি সে জিন নিজেই নির্ধারন করে দেয়।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আশুরা বেগমের কাছে অনেক রোগী আসে দেখি , কিন্তু রোগ ভালো হয় কিনা আমার বিষয়টি জানা নায়।
অন্যদিকে উপজেলার রায়পুর ছয়ঘোরিয়া পাড়ার ছামছুল হকের স্ত্রী মাফু বেগম ও একই ব্যবসা করছে দীর্ঘদিন যাবৎ। তার এখানেও জ্বীনের মাধ্যেমে রোগীর চিকিৎসা করা হয়। তিনিও রোগ অনুযায়ী রোগীর ফি নিয়ে থাকেন।
রায়পুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দীনের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।
সচেতন মহল ও এলাকাবাসী বলছেন জ্বীন সাধনার মাধ্যমে চিকিৎসা দেওয়া ও চিকিৎসার ফ্রি নির্ধারণ রোগীদের সাথে প্রতারণা ছাড়া কিছুই না। সে জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন তারা।