শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ
আনন্দ উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি)রজিনা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার্স আমজাদ হোসেন, মহেশপুর স্বাস্থ্য কমপ্লেস্ক কর্মকর্তা ডা,নাসির উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রাসনের আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ৩ দিন ব্যাপী এই মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে শতাধিক স্টল অংশ নেয়।