
মশিয়ার রহমান,মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫০শয্যা বিশিষ্ট সরকারী স্বাস্হ্য কমপ্লেক্সে ডাক্তারের অভাবে চিকিৎসা সেবার বেহাল অবস্থা।উপজেলার বিভিন্ন গ্রামথেকে প্রতিদিন নানা ধরনের রোগী এসে ভীড়করে এই হাসপালটিতে।অথচ চিকিৎসার অভাবে রোগী নিয়ে বিনা চিকিৎসায় ফিরে যেতে হয় অন্যত্র।এই হাসপাতালে মোট ডা:পদ রয়েছে ২১টি,বর্তমানে ডা. রয়েছেন ১ জন।অতি দ্রুত ডা. নিয়োগের প্রয়োজন হলেও গত দু-মাসেও ডা. নিয়োগের ব্যাবস্থা নেয়া হয়নি।মহেশপুর হাসপাতালের উপজেলা সাস্থ ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা সহ মোট ডা. থাকার কথা ২১ জন,অথচ ডা. রয়েছে ১জন।২১জনের মধ্যে ১১টি বিশেষজ্ঞ ডা.পদ রয়েছে।ডাক্তারের সংকট ও পর্যাপ্ত ঔষধ ব্যাবস্থা নাথাকার কারনে রোগীরা পোহাচ্ছে ভোগান্তি।উপজেলা সাস্থ কর্মকর্তা ডা.প্রফুল্ল কুমার জানান-চিকিৎসকের সল্পতার কারনে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।ইউ এইচ এফ পিও বাদে ১জন ডা.মোঃনাসিরউদ্দিন সাহেব, জরুরী বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছেন।হাসপাতাল চালানোর জন্য মাঝেমাঝে ইউনিয়নের সাব সেন্টার থেকে ডক্তার এনে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।ডা.নাসির উদ্দিন সাহেব জানান-কিছুদিন পূর্বেও এখানে ১২ জন ডা. কর্মরত ছিলো,তারা উচ্চত্বর ডিগ্রি ও প্রশিক্ষনের জন্য অন্যত্র চলেগেছেন।সর্বশেষে ডা. প্রফুল্ল কুমার জানান-হাসপাতালে সেবার মান বাড়াতে হলে জরুরি চিকিৎসক ও পর্যাপ্ত ঔষধ প্রয়োজন।মহেশপুর উপজেলা সাস্থকমপ্লেক্সের এহেন বেহালদশা থেকে মুক্তিপেতে, এলাকাবাসী বর্তমান সরকারের মাননীয় সাস্থ মন্ত্রীর আসুহস্তক্ষেপ কামনা করছেন।