
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি ও ৪নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার মরহুমের নিজ বাড়িতে দিন ব্যাপি দলীয় ও পারিবারিক ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এর মধ্যে মরহুমের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সকাল ১১টায় মরহুমের সমাধীতে উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভপতি মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নতুল হক খাঁন, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম পিন্টু ও উপজেলা ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলামসহ দলের সর্বস্থরের নেতা-কর্মীবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে মসিউর রহমান বলেন, আবুল হোসেনের কথা বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন দলের জন্য নিবেদীত প্রাণ। তার শূন্য স্থান পূরন হবার নয়। আবুল এর হত্যার বিচার বাংলার মাটিতে এক দিন না এক দিন হবেই। আমরা তার আদর্শে অনুপেরিণত হয়ে সমানের এগিয়ে নিয়ে দলকে শক্তিশালী করবো।