
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে জলবায়ু বিষয়ক কার্টুন প্রদর্শনী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রবিববার সকালে শহরের পােষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়ােজন করে ট্রান্সপারেন্সি ইটারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঘন্টাব্যাপী এই মানব বন্ধনে জলবায়ু বিষয়ক দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী করা হয়।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি আবু তাহের, সদস্য এন এম শাহজালাল, শরিফাতুন্নেছা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরকন্ঠ’র ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, শিশুকুঞ্জ স্কুল এ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্বাস উদ্দিন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানসহ শিক্ষক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
সেসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি বাস্তবায়ন উন্নত এবং উন্নয়নশীল দেশের স্বছতা ও জবাবদিহিতা নিশ্চিত, জলবায়ূ পরিবর্তণ ঋণ না দিয়ে অনুদান দেওয়ার দাবী জানান।