
শামীম খান ঝিনাইদহ ব্যুরো চিফ:-
ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে পৃথক সংঘর্ষে ৪ আহত হয়েছে। ঘটনা দুটি ঘটেছে আজ সকাল ১১ টার দিকে সদর উপজেলার পুড়া-বেতাই ও নওদাপাড়া গ্রামে। ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করেছে পুলিশ। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, জেলার সদর উপজেলার পুড়া বেতাই গ্রামের আফান হোসেন ও তার স্ত্রী পৈত্রিক সুত্রে পাওয়া নিজ জমি থেকে সকালে একটি ভাটাম গাছ কাটে। এসময় আফানের চাচা জামাত আলী মোল্লা তাদেরকে বাধা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িত জামাত আলী মোল্লাকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে একই সময়ের দিকে সদর উপজেলার নওদাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে আবু বক্কর ও আশরাফুল নামের দুই জনকে পিটিয়ে আহত করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা রুবিনা জানান, হাসপাতালে ভর্তি আহত রুগীদের অবস্থা আশংকা মুক্ত। তাদের চিকিৎসা চলছে।