শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহে নাশকতা ,সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযানে চালিয়ে ৪ বিএনপি,জামায়াত ও শিবির নেতাকর্মী সহ ৭৪ জনকে অটক করেছে পুলিশ। মঙ্গবার রাত বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান,সপ্তাহ ব্যাপী ঝিনাইদহে নাশকতা,সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৩৫ জন,শৈলকুপা থেকে ১৩ জন, হরিনাকুন্ডু থেকে ২ বিএনপি নেতাকর্মী সহ ৮ জন,কালীগঞ্জ থেকে ৮ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ২ জামাত-শিবির সহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান তিনি।