ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের আইএফআইসি ব্যাংকের নিরাপত্তাকর্মী ইসলাম উদ্দিনের (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা ১১টার দিকে ব্যাংকের ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
আইএফআইসি ব্যাংকের সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রবিবার সকাল ১০টা দিকে আমরা ব্যাংকে এসে নিরাপত্তা রক্ষী ইসলাম উদ্দিনকে দরজা খোলার জন্য ডাকতে থাকি। কিন্তু তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজার ফাঁক দিয়ে দেখা যায়-তিনি চেয়ারের ওপর পড়ে আছেন। পরে পুলিশের সহযোগিতায় দরজার তালা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ব্যাংকের দরজা ভেতর থেকে লাগানো ছিল।’
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভেতর থেকে তালা লাগানো ছিল। ব্যাংক থেকে কোন কিছু খোয়া যায়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। ইসলাম উদ্দিনের বাড়ি একই জেলায়।