
শামীম খান ঝিনাইদহ ব্যুরো চিফ:-
ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় স্কুল ছাত্রী পুজাকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল একই পাড়ার রুহুল আমিন ও তার স্ত্রী রুপা খাতুন।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ জানান, শহরের উপ-শহরপাড়ার স্কুল ছাত্রী পুজাকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় তার পিতা বিপুল চন্দ্র মজুমদার গত রাতে সদর থানায় ঘাতক লিটুকে প্রধান আসামী করে ৬ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে আজ ভোরের দিকে উপ-শহরপাড়া থেকে রুহুল আমিন ও তার স্ত্রী রুপা খাতুনকে গ্রেফতার করা হয় । প্রধান আসামী লিটুকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উলেখ্য, প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় গত কাল রাত সাড়ে ৮ টার দিকে উপ-শহরপাড়ার বাসায় স্কুল ছাত্রী পুজাকে ছুরিকাঘাত করে আহত করে লম্পট লিটু। আহত পুজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।