
ঝিনাইদহ সদর ডাকবাংলা উত্তর নারায়ণপুর গ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে সঞ্জিত ঘোষ (৫৫) নামে এক ব্যবসায়ী গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৬ অক্টোবর) ঝিনাইদহ সদর ১নং সাধুহাটি ইউনিয়ন উত্তর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সঞ্জিত ঘোষ ডাকবাংলা বাজার,ত্রিমহনীর পরিচিত “বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারের”কর্ণধর ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী সঞ্জিত ঘোষ তাদের স্ত্রীর দাম্পত্য জীবনে ২সন্তান রয়েছে। তারা বেশ সুখেই ছিলেন। ব্যবসা-বাণিজ্যেও ব্যাপক প্রসার ঘটেছিল। এরই মাঝে হঠাৎ স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেন। তার আত্মহত্যার কারণ উন্মোচন করতে পুলিশ বিভিন্ন সূত্র ধরে তদন্ত করছে। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি মোঃআনিচুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং য়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নাম প্রকাশ নাকরা শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, আমরা তাদের প্রতিবেশী, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় দিনই ছোট খাটো গ্যাঞ্জাম লেগে থাকত। মূলত তার স্ত্রীর জন্যই সে আত্মহত্যা করেছে।
Please follow and like us: