
তরিকুল ইসলাম তারেক: ঝিনাইদহে মাাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়েছে। মঙ্গলবার বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দল ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগীতায় উপজেলার প্রায় ৩০শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাবাডি, দাবা, সাতারসহ প্রায় ৩০টি ইভেন্টে অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা সভাপতি ও এম,কেমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন । উপস্থিত ছিলেন জনাব সোহরাব হোসেন-সাধারণ সম্পাদক বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতি ঝিনাইদহ জেলা শাখা। ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষক- তোজাম্মেল হক, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক বিপ্লব জোয়ারদার,শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষক ওশনারা খাতুন,নারিকেল বাড়িয়া জেড.এ. মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোঃ মারুফ হোসেন প্রমূখ। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সু-শিক্ষার পাশাপাশি খেলা-ধুলায় অংশ গ্রহন করা সকল শিক্ষার্থীর অধিকার। শিক্ষকের মর্যাদা সবার উপরে, পিতা মাতাকে যেমন সম্মান করা উচিত, ঠিক তেমনি শিক্ষককেও সমান মর্যাদা সম্মান করা উচিত। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিনাইদহ।
—
Please follow and like us: