ঝিনাইদহ প্রতিনিধি :- ঝিনাইদহ পৌরসভায় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ২ টার সময় এ ঘটনা ঘটে। পৌরসভার সচিব আজমল হোসেন জানান, রাত ২ টার দিকে মুখে মানকি টুপি পরিহিত চোর পৌরসভার কার্যালয়ে ঢুকে। এসময় সে অফিসের কর্মকর্তাদের ৭ টি রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে। অফিসের সকল কাগজপত্র তছনছ করে অফিসের ৪৫ হাজার টাকা ও কর্মকর্তা-কর্মচারীদের ২ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় দেখা গেছে রাত ২ টা থেকে ৩ টা ৫ মিনিট পর্যন্ত চুরি করে।
পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, অফিসের অনেক ডকুমেন্টসহ টাকা চুরি করে নিয়ে গেছে চোর। আমি দাপ্তরিক কাজে ঢাকাতে রয়েছি। এই সুযোগে একটি চক্র ষড়যন্ত্র করে পৌরসভা কার্যালয়ের চুরির ঘটনা ঘটিয়েছে।
শনিবার সকালে পৌর কর্মকর্তা-কর্মচারীরা এসে বিষয়টি টের পায়। পরে পুলিশ এসে নমুনা উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক বলেন, চুরির ঘটনায় যে বা যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে।