১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঝিনাইদহ মহেশপুরের দক্ষিণান্ঞ্চলের ৪৮.৫০০কি.মি প্রধান সড়ক উদ্ভোধন করলেন এমপি নবীনেওয়াজ




ঝিনাইদহ মহেশপুরের দক্ষিণান্ঞ্চলের ৪৮.৫০০কি.মি প্রধান সড়ক উদ্ভোধন করলেন এমপি নবীনেওয়াজ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০১৮, ২১:৫৮ | 689 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃমশিয়ার রহমান টিংকু, মহেশপুর প্রতিনিধি :- ৬ এপ্রিল শুক্রবার বেলা ৩- টায় ঝিনাইদহের মহেশপুর উজেলার ৫নং শ্যামকুড় ইউপির শেখ হাসিনা পদ্মপুকুর  ডিগ্রীকলেজ মাঠে দক্ষিণান্ঞ্চলের প্রধান সড়কের উদ্ভোধন করলেন এমপি নবীনেওয়াজ (সংসদসদস্য ঝিনাইদহ-৩)।
উল্ল্যেখ, খালিশপুর হইতে মহেশপুর,মহেশপুর হইতে দত্তনগর ও দত্তনগর হইতে জিন্নাহনগর ও যাদবপুর পর্যন্ত ৪৮ কি.মি প্রধান সড়কের উদ্ভোধন করাহয়।মোট ৭৮,৩৯,৭০,০০০/=কোটি টাকার সড়ক নির্মান/পাকাকরনের উদ্ভোধন করাহয়।এরমধ্যে কয়েকটি ছোট বড় ব্রীজ রয়েছে। এছাড়াও তিনি একইসাথে  পদ্মপুকুর খন্দকার ছালমা বেগম দাখিল মাদ্রসার প্রবেশদ্বারে লাল ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন।সড়ক উদ্ভোনী অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন-ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদসদস্য মহেশপুর /কোঁটচাদপুরের এমপি অধ্যক্ষ নবীনেওয়াজ সাহেব।বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন-শ্যামকুড়ের কৃতি
সন্তান জনাব মোঃআক্তারুজ্জামান(অতিরিক্ত সচিব জাতীয় গৃহায়ন সংস্থা)।জনাব এস এম মোয়াজ্জেম হোসেন(নির্বাহী প্রকৌশলী(সওজ)সড়ক বিভাগ ঝিনাইদহ। জনাব মোঃতানভীর আহম্মেদ(উপ বিভাগীয় প্রকৌশলী ঝিনাইদহ)।জনাব মোঃএমদাদুল হক বুলু।জনাব,আব্দুল হামিদ(শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী সাঃসম্পাদক)।আরো উপস্থিত ছিলেন-৪নং স্বরুপপুর ইউপি চেয়ারম্যান জনাব-মোঃমিজানুর রহমান, ৫নং শ্যামকুড় ইউপি চেয়ারম্যান জনাব-মোঃআমানুল্লা হক।মোঃহাসানুজ্জামান হাসান(সভাপতি শ্যামকুড় ইউনিয়ন যুবলীগ),মোঃমুকুল গাজী,মোঃআসলাম ব্যাপারী(শ্যামকুড় ইউপি যুবলীগ সভাপতি প্রার্থী)।এছাড়াও মহেশপুর ৬নং-৭নং ইউপির চেয়ারম্যান সহ অত্র শ্যামকুড়,স্বরুপপুর,নেপা,শামন্তা,দত্তনগর,এলাকার হাজার হাজার সাধারন জনগন এবং নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।অত্র সড়ক উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন -জনাব,শ্রীঃতীমির চৌধুরী(সভাপতি ৫নং শ্যামকুড় ইউপি আওয়ামীলীগ)।উদ্ভোধনী অনুষ্ঠান শেষে বিশেষ অতিথীগন সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকরেন এবং প্রত্যেকেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য দেশবাসীকে ও উপস্থিত জনতাকে আহব্বান করেন।সবশেষে প্রধান অতিথী জনাব,অধ্যক্ষ নবীনেওয়াজ সাহেব এমপি উপস্থিত জনগনের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকরেন।প্রধান অতিথী তার  বক্তব্যে – বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী দেশ মাতা শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নের দিক তুলেধরেন,এবং আগামী একাদশ জাতীয় সংসসদ নির্বাচনে একমাত্র নৌকা প্রতিকে ভোটদিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। আগামী একাদশ জাতী সংসদসদস্য
নির্বাচনে ঝিনাইদহ- ৩ আসনের মহেশপুর/কোঁটচাদপুরের আওয়ামীলীগের পক্ষথেকে  মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যাক্ত রেখে সড়ক উদ্ভোধনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET