
মোঃমশিয়ার রহমান টিংকু, মহেশপুর প্রতিনিধি :- ৬ এপ্রিল শুক্রবার বেলা ৩- টায় ঝিনাইদহের মহেশপুর উজেলার ৫নং শ্যামকুড় ইউপির শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রীকলেজ মাঠে দক্ষিণান্ঞ্চলের প্রধান সড়কের উদ্ভোধন করলেন এমপি নবীনেওয়াজ (সংসদসদস্য ঝিনাইদহ-৩)।
উল্ল্যেখ, খালিশপুর হইতে মহেশপুর,মহেশপুর হইতে দত্তনগর ও দত্তনগর হইতে জিন্নাহনগর ও যাদবপুর পর্যন্ত ৪৮ কি.মি প্রধান সড়কের উদ্ভোধন করাহয়।মোট ৭৮,৩৯,৭০,০০০/=কোটি টাকার সড়ক নির্মান/পাকাকরনের উদ্ভোধন করাহয়।এরমধ্যে কয়েকটি ছোট বড় ব্রীজ রয়েছে। এছাড়াও তিনি একইসাথে পদ্মপুকুর খন্দকার ছালমা বেগম দাখিল মাদ্রসার প্রবেশদ্বারে লাল ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন।সড়ক উদ্ভোনী অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন-ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদসদস্য মহেশপুর /কোঁটচাদপুরের এমপি অধ্যক্ষ নবীনেওয়াজ সাহেব।বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন-শ্যামকুড়ের কৃতি
সন্তান জনাব মোঃআক্তারুজ্জামান(অতিরিক্ত সচিব জাতীয় গৃহায়ন সংস্থা)।জনাব এস এম মোয়াজ্জেম হোসেন(নির্বাহী প্রকৌশলী(সওজ)সড়ক বিভাগ ঝিনাইদহ। জনাব মোঃতানভীর আহম্মেদ(উপ বিভাগীয় প্রকৌশলী ঝিনাইদহ)।জনাব মোঃএমদাদুল হক বুলু।জনাব,আব্দুল হামিদ(শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী সাঃসম্পাদক)।আরো উপস্থিত ছিলেন-৪নং স্বরুপপুর ইউপি চেয়ারম্যান জনাব-মোঃমিজানুর রহমান, ৫নং শ্যামকুড় ইউপি চেয়ারম্যান জনাব-মোঃআমানুল্লা হক।মোঃহাসানুজ্জামান হাসান(সভাপতি শ্যামকুড় ইউনিয়ন যুবলীগ),মোঃমুকুল গাজী,মোঃআসলাম ব্যাপারী(শ্যামকুড় ইউপি যুবলীগ সভাপতি প্রার্থী)।এছাড়াও মহেশপুর ৬নং-৭নং ইউপির চেয়ারম্যান সহ অত্র শ্যামকুড়,স্বরুপপুর,নেপা,শামন্
নির্বাচনে ঝিনাইদহ- ৩ আসনের মহেশপুর/কোঁটচাদপুরের আওয়ামীলীগের পক্ষথেকে মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যাক্ত রেখে সড়ক উদ্ভোধনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।