টাকার অসুখ
ইমরান খান রাজ
টাকাই সুখ, টাকায় শান্তি
টাকা-ই ডেকে আনে
সকল কিছুতে অশান্তি !
টাকায় ভোগ, টাকার লোভ
টাকা ধার না দিলেই
বন্ধুর হয় ক্ষোভ !
টাকাই শক্তি, টাকাতেই ভক্তি
টাকার জন্য পাগলামি
টাকার নেশায় লাগে আসক্তি !
টাকায় রোগ, টাকায় চুপ
টাকায় হয় বিক্রি
টাকার নেশা অপরুপ !
Please follow and like us: