কেফায়েত উল্লাহ মিয়াজী :
জামায়াতে নামাজ পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের কাশিপুর উত্তর পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদে টানা ৪০দিন তাকবিরে উলা’র সহিত ফজরের নামাজ জামায়াতে আদায় করায় মসজিদ সভাপতি হাজী মুস্তফা কামালের পক্ষ থেকে বাইসাইকেল, নগদ অর্থ ও নতুন পোষাক পেল শিশু-সহ ২১মুসল্লী। শুক্রবার বাদ জুম্মা মসজিদ মাঠে এ উপহার সমূহ বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়। মসজিদ খতিব ও কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসা সুপার মাওলানা শরীফ মুহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ সভাপতি হাজী মুস্তফা কামাল।
অনুষ্ঠানে তাকবিরে উলা’র সহিত ৪০দিন ফজরের নামাজ জামায়াতে আদায় করে বয়স্ক ও যুবকদের মধ্যে নগদ অর্থ উপহার পেলেন, কাশিপুর গ্রামের কামাল হোসেন, জাকের হোসেন, হুমায়ুন মেম্বার, নেজাম উদ্দিন। শিশু কিশোরদের মধ্যে বাইসাইকেল পুরস্কার পান হাফেজ লিমন, এমরান হোসেন, আরমান হোসেন, মোহাম্মদ জোনায়েদ ও মোবারক হোসেন।
৩৯ দিন জামায়াতে ফজরের নামাজ আদায় করায় বয়স্ক ও যুবকদের মধ্যে পুরস্কৃত হন একই গ্রামের ডাঃ মোশারফ হোসেন, আব্দুল গফুর মিয়া, ডাঃ আলমগীর হোসেন, নূরুল আমিন চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ নুরু ও আবুল কাশেম। একই ক্যাটাগরিতে শিশু কিশোরদের মধ্যে পুরস্কৃত হন নাজমুল হাছান, মেহেদী হাছান ও মোহাম্মদ মারুফ। এছাড়াও মসজিদ সভাপতির পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয় মসজিদ খতিব মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন ও ইমাম কেফায়েত উল্লাহকে।
পুরস্কার বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদ সহ সভাপতি হুমায়ুন কবির, আবু তাহের ভূঁইয়া, সেক্রেটারি মিজানুর রহমান, সহ সেক্রেটারি এয়াছিন আলম, অর্থ সম্পাদক আবুল কাশেম, সদস্য কামাল হোসেন, নুরুল আমিন, আব্দুল বাতেন বাচ্চু, ডা: অলমগীর প্রমুখ।