দুই দফায় করোনা প্রতিরোধক টিকা গ্রহনের পরও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন ও তার স্ত্রী মমতাজ মহল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউএনও যোবায়ের হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্ট করান তিনি। পরীক্ষায় সস্ত্রীক করোনা পজেটিভ আসে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার নমুনা র্যাপিড এন্টিজেন টেস্ট করে ইউএনও ও তাঁর স্ত্রী করোনা পজেটিভ ধরা পড়ে। তাঁদের দুজনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। উপজেলায় পরিষদের সরকারি বাসভবনে উনারা আইসোলেশনে রয়েছেন।