বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, টিসিবির পন্য নিতে আর বিড়ম্বনা নয়, ডিলারের দোকান থেকে সুবিধা জনক সময়ে পণ্য নিতে পারবে কার্ডধারী ব্যক্তিরা।চলমান এ কার্যক্রম আরো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সারাদেশে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। দেশের সব এলাকায় স্মার্ট কার্ড পৌঁছে গেলে টিসিবি পন্য নিতে আর কাউকে লাইনে দাঁড়িয়ে বিড়ম্বনা বা ভোগান্তিতে পড়তে হবে না। আমরা সেই লক্ষ্য নিয়েও কাজ করছি।
শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউপি কার্যালয়ে এপ্রিল/২০২৪ মাসের টিসিবি পণ্য কার্ডধারী জনসাধারণের কাছে পণ্য হস্তান্তরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সচিব আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় দেশে ১কোটি পরিবারকে ভুর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপন্য বিতরণ চলমান রয়েছে। ২০২২ সালের মার্চ মাস থেকে নিম্ন আয়ের পরিবারকে অর্ধেক দামে টিসিবি পন্য দেয়া হচ্ছে। এটা বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচির একটা অংশ। ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হোসাইন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন, টিসিবি যুগ্ম-পরিচালক আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা, ইউপি সদস্য সরদার মাসুদ রানা, মেহেদী হাসান মিন্টু, ইজ্জত মোড়ল, ডিলার মোস্তাফিজুর রহমান, আলামীন মোল্যা ও শফিউল মোল্যা প্রমুখ। চলতি এপ্রিল মাসে প্রত্যেক উপকারভোগীকে ৫কেজি চাল, ২কেজি মুশুরী ডাল, ২লিটার সয়াবিন তেল ও ১কেজি চিনি ৫৪০ টাকা প্যাকেজ মূল্যে দেয়া হচ্ছে। উপজেলার প্রায় ২২হাজার টিসিবি কার্ডধারী পরিবার এ সুফল ভোগ করছেন।
Please follow and like us: