
মেহেদী জামান লিজন,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অংশগ্রহণে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ বনাম সামাজিক বিজ্ঞান অনুষদের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি ঘিরে পূর্বে থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অন্য রকম উৎসবের আমেজ বিরাজ করে।
ফাইনাল খেলায় টসে জিতে আগে ব্যাট করতে নেমে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ৮৬ রানের বিশাল টার্গেট দেয় সামাজিক বিজ্ঞান অনুষদকে । তার জবাবে সামাজিক বিজ্ঞান অনুষদ ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬৬ রান করে সবকয়টি উইকেট হারিয়ে ।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ১৯ রানে সামাজিক বিজ্ঞান অনুষদকে হারিয়ে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য যে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে শিক্ষক সমিতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।