শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে:- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ‘‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয় সমূহে শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। তিনি বলেন টেকশই যেন হয় স্বাধীনতা তার জন্য সমস্ত মানুষকে মানব সম্পদে পরিনত করতে হবে। শিক্ষা জাতির মেরুদন্ড, মেরুদন্ড মজবুত না হলে কোন জাতি উন্নতি করতে পারে না। শুক্রবার বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে গোপালগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মাদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি। সমাবেশে বক্তব্য প্রদান করেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের প্রতিনিধি মোসাঃ রেহানা বেগম।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মুকসুদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুন্সি রুহুল আসলাম।