
সড়কে সুশৃংখলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, সর্বোপরি করোনার ছোবল থেকে মানুষকে মুক্ত রাখার জন্য যারা রেখে যাচ্ছে অসামান্য অবদান, ট্রাফিক পুলিশ তার মধ্যে অন্যতম। করোনা প্রতিরোধে তাদের কার্যক্রমকে আরো গতিশীল করতে দলিত সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউকে এইডের অর্থায়নে করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক বার্তা সম্বলিত ছাতা বিতরণ করা হয় খুলনা মেট্রোপলিটন এর আওতায় ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাতা ও মাক্স বিতরণ অনুষ্ঠানে সংস্থা পক্ষ থেকে কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাস, উত্তম কুমার দাস, যুলি বাড়ৈ উপস্থিত থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাজুল ইসলামের হাতে মাস্ক ও ছাতা হস্তান্তর করেন। এসময় ডেপুটি কমিশনার তাজুল ইসলাম ও ওসি কবির হোসেন নেতৃত্বে কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে ছাতা ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় তাজুল ইসলাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের পক্ষ থেকে দলিত সংস্থাকে এই অভিনব উদ্যোগ এর জন্য ভূয়সী প্রশংসা করেন। সাথে সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সমন্বিতভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
Please follow and like us: