ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি-
ট্রেনে ঢিল না ছোড়ার আহবান জানিয়ে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, আজমপুর ও কসবা রেলওয়ে স্টেশন ও এর আশেপাশের এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ফেসবুক গ্রুপ এ লিফলেট বিতরণ করে। এ সময় তারা রেললাইনের আশেপাশে বসবাসরতদের সঙ্গেও কথা বলেন ট্রেনে ঢিল প্রতিরোধের আহবান জানান।
খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী ও আখাউড়ায় বসবাসরত ১০ সদস্যের একটি টিম এক হয়ে শুক্রবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে জনসচেতনামূলক কর্মসূচী শুরু করে। পরে তারা প্রখর রোদ উপেক্ষা করে রেললাইন ধরে কসবা ও আজমপুর রেলওয়ে স্টেশনের দিকে যান।
ফেসবুক গ্রুপের এডমিন শোভন হোসেন জানান, মূলত মানবিক কারণের তারা এ কর্মসূচী পালন শুরু করেছেন। যেসব এলাকাতে বেশি বেশি ঢিল নিক্ষেপের ঘটনা ঘটছে সেগুলোতে তারা পর্যায়ক্রমে যাবেন। কর্মসূচীর আওতায় তারা লিফলেট বিতরণের পাশাপাশি সাধারন মানুষের সঙ্গে কথা বলবেন। কর্মসূচীতে অংশ নেওয়া ফেসবুক সদস্যরা শিক্ষার্থী বলে শুক্রবারের দিনটি তারা বেছে নিয়েছেন।