
গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার সেনিহারি দিঘীতে আজ সোমবার সকাল ৯ টায় মাছ ধরা উৎসব শুরু হয়েছে। অত্র এলাকার আঞ্চলিক ভাষায় এটাকে বলে হুতু বাহো। যুগ যুগ ধরে এ প্রচলন চালু রয়েছে। প্রতি বছর ফাগুনের শেসে শুরু হয়ে চলে চৈত্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মাছ মারতে আসা এ এলাকার নাজমুল, তরিকুল, মুসা, আাশরাফু, লতিফর জিয়ারুল, আফজাল সহ আরো অনেকের সাথে কথা হয়। তারা জানান, আমাদের বাপ-দাদা ও তার আগে থেকে এ হুতু বাহো হয়ে আসছে। দিঘীতে কউ লাফি জাল, টানা জাল, ঝাটি জাল, ফিকা জাল, আবার কাউকে পানিতে নেমে কাদার মধ্যে হাত দিয়ে মাছ ধরতে দেখা গেছে।
বিশাল এই দিঘীর পরিধি জলকর সহ প্রায় ১২ একর (৩৬ বিঘা)। তবে এ দিঘী খননের সঠিত ইতিহাস জানা যায়নি। ধারনা করা হয় প্রায় চারশত থেকে পাচঁশত বছর আগের হতে পারে বলে কয়েকজন প্রবীন ব্যাক্তি, আমিনুল (মাস্টার), আমজাদ, আফিজ, এনামুলের সাথে কথা বলে জানা যায়।
Please follow and like us: