ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও টু গড়েয়া যাওয়ার রাস্তায় কালি তলা নামক স্খানে সড়ক দূর্ঘটনায় মনি দেবনাথ নামে (৬) বছরের এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ঘন্টাব্যাপি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও শহর থেকে গড়েয়া যাওয়ার পথে কালিতলা এলাকায় একটি অটো রিক্সা নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা দিয়ে মায়ের সাথে হেটে যাওয়া শিশু (মনি দেবনাথ) কে চাপা দেয়। এসময় শিশুটি গুরুতর আহত হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।