ঠাকুরগাঁও প্রতিনিধি:- নারী মুক্তি মানেই মানব মুক্তি এই স্লোগানকে সামনে রেখে মহিলা পরিষদ আশ্রমপাড়া শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদ প্রাঙ্গনে মহিলা পরিষদ ঠাকুরঁগাও জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আইরিন পারভীন লুনা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, লিগাল এইড সম্পাদক শামীমা সুলতানা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম পারুল, হরিপুর উপজেলা আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, সদস্য মহসেনা বেগমের উপস্থিতিতে আশ্রমপাড়া শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সঞ্চিতা দাসকে সভাপতি ও দোলন দাসকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে সুচরিতা দেব কমিটির ২৭ সদস্যকে শপথ বাক্য পাঠ করান