ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল ৫ টায় সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা সভাপতি জনাব, অরুনাংশু দত্ত (টিটো)।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার স্কুল,কলেজ,মসজিদ,মন্দির,রাস্তা,বিদ্যুৎ,হাসপাতাল, সহ এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি।
তিনি আরো বলেন আগামী নির্বাচনে আওয়ামীলীগকে পুণরায় আবারও আনার জন্য আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক ছাত্র নেতা ও জেলা পরিষদ সদস্য জনাব মারুফ হোসেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব শুশিল চন্দ্র।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রায়হান উদ্দিন (রিপন) বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ঠাকুরগাঁও সদর উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক,জামাল উদ্দীন সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৩নং গড়েয়া ইউনিয়ন শাখা, ছামুন, সাধারন সম্পাদক,১৩ নং গড়েয়া ইউনিয়ন শাখা,১৩ নংগড়েয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি তোফায়েল আহম্মেদ( রিকি)
এছাড়া উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ও গড়েয়া ইউনিয়নের আওয়ামীলীগের সকল নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।