
মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- আবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম ও শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও বিভাগ। আজ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের জানুয়ারি ২০১৮ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
এ সময় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম মহোদয়ের কাছ থেকে এ পুরস্কার গ্রহন করেন।
উল্লেখ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তেজগাঁও বিভাগ ও তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বিপিএম,পিপিএম রেকর্ড সংখ্যক বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।