গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
টঙ্গী থানার একটি নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বিকেলে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে আনা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর ডিবি পুলিশের এসআই মিঠু শেখ জানান, যানবাহনে আগুন দেয়ার ঘটনায় টঙ্গী থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিকেল ৫টার দিকে অধ্যাপক মান্নানকে কারাগার থেকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
জানা গেছে, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় টঙ্গী থানার একটি মামলায় অধ্যাপক এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন এসআই মিঠু শেখ। গত ২২ মে শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শহিদুল ইসলাম তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ, চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় পুলিশ অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার করে। পরে একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।