২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ডুমরিয়া থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীসহ আটক-১১

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৯ ২০২১, ১৯:১৯ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে মিকশিমিল এলাকা হতে ৪৫গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং রাজনগর এলাকা থেকে জুয়া খেলা খেলার সরঞ্জামসহ নগত টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মিকশিমিল এলাকা থেকে মাদক ব্যবসায়ী শোলগাতিয়া গ্রামের আব্দুল¬াহ বিশ্বাস(২০) এবং মিকশিমিল গ্রামের জাহিদুল সরদারকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ৪৫গ্রাম গাজা উদ্ধার করেছে পুলিশ।
অপর এক অভিযানে ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় ঘোনা বান্দা গ্রামের সঞ্জয় মন্ডল(৩১), মলয় মন্ডল(৩২), উলা গ্রামের হাসান গাজী(৩২), রাজনগর গ্রামের নুপেন সরকার(৪০), ঠাকুর হালদার(৪২), পল্টু হালদার(২২), রাজু হালদার(২৫) কে আটক করে পুলিশ। এসময় ধৃত জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগত টাকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানায়, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং জুয়া আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET