
খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, শ্রমিক নেতা জিএম ফরিদ হোসেন, যুবলীগ নেতা আক্তারুজ্জামান সোহাগ, মধুসূদন সাধু, রবিউল ইসলাম মোড়ল, মনিরুল ইসলাম মোড়ল, আব্দুল গফুর মোড়ল, বুলু মোড়ল, নাজমুল ইসলাম, মাজেদুল ইসলাম প্রমুখ।