
বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডে নতুন সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন অনুষ্ঠান উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, সদস্য আজগর বিশ্বাস তারা।সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। শেষে উপস্থিত নেতৃবৃন্দের হাতে দলীয় টিকেট তুলে দিয়ে সদস্য পদ নবায়ন করা হয়।