দলিতের আয়োজনে ও খ্রিস্টান এইডের সহযোগিতায়, প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর দলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে, ই-কমার্স এর উপর সচেতনতা বৃদ্ধিমূলক সভা মঙ্গলবার সকাল ১০টায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর দলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ই-কমার্স এর উপর সচেতনতা ভিত্তিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন দলিতের অডিট এন্ড মনিটরিং অফিসার উত্তম কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য ও বাংলাদেশ দলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার পরিস্থিতি তুলে বক্তব্য রাখেন দলিত সংস্থার কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোশ্যাল মবিলাইজার রুমা আক্তার। অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করেন টেকনিক্যাল সাপোর্ট অফিসার মোসাঃ আঞ্জুমান আরা। সভায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ই-কমার্স শিখে জীবনযাত্রার মানোন্নয়নের জন্য আগ্রহী উদ্যোক্তা ও সমাজ সেবক অংশ গ্রহন করেন।