ডুমুরিয়ায় চেতনানাশক ওষুধ দিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ও বাড়িওয়ালাকে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার বারুইকাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের বারুইকাটি এলাকার ঠাকুরদাস রায় ঘটনার রাতে বাড়ির পাশে একটা মৎস্য ঘেরের বাসায় ঘুমিয়ে ছিল। ওই রাতে তার ছেলে মিঠুন রায় বাড়িতে এসে দেখে তার স্ত্রী সহ সন্তানেরা অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর পরই একদল দৃর্বৃত্ত ঘরে ঢুকে তাকে হাত মুখ বেঁধে দেশীয় অস্ত্র দার মুখে জিম্মি করে ফেলে। এ সময় আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়। মিঠুন রায় বলেন, আমার স্ত্রীকে চেতনানাশক ওষুধ স্প্রে করে তাকে অজ্ঞান করা হয়েছে এবং আমাকে দার মুখে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। ওই রাতেই অচেতন স্ত্রী নিপা রায়কে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত অব্যাহত রয়েছে।
Please follow and like us: