
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে আদালতের ওয়ারেন্টভূক্তসহ নিয়মিত মামলার ১১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের আজ বুধবার(৭জুলাই) কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান,পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার বেলা ১১ পর্যন্ত থানার আসাননগর গ্রাম থেকে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী জয়দেব কুমার মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামে মৎস্য ঘেরের জমি নিয়ে উলা-মইখালী এলাকার খোসদেল সানা ও প্রতিপক্ষ একই এলাকার ইমদাদুল হক সরদার এর সহযোগীদের মারামারির ঘটনায় উভয় পক্ষের ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন খোসদেল সানা(৫১),ইমদাদুল হক সরদার(৫২) মাসুদুল ইসলাম(৫০),রিদম সানা(৪০) ও পংকজ মিস্ত্রী। এছাড়া থানার নিয়মিত মামলার আসামী আমভিটা এলালার দিলিপ বিশ্বাস(২৮) দিপংকর বিশ্বাস(৩৫) রবিন বিশ্বাস(৫৫)গৌর বিশ্বাস(৫৮) এবং বিধান সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে
এরা হলেন খোসদেল সানা(৫১),ইমদাদুল হক সরদার(৫২) মাসুদুল ইসলাম(৫০),রিদম সানা(৪০) ও পংকজ মিস্ত্রী। এছাড়া থানার নিয়মিত মামলার আসামী আমভিটা এলালার দিলিপ বিশ্বাস(২৮) দিপংকর বিশ্বাস(৩৫) রবিন বিশ্বাস(৫৫)গৌর বিশ্বাস(৫৮) এবং বিধান সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে
Please follow and like us: