খুলনার ডুমুরিয়ার পল্লী সড়কে করিমন খাদে পড়ে মোঃ ওবাইদুল্লাহ নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। সে ডুমুরিয়া উপজেলা কাঞ্চনপুর (মধ্যপাড়া) গ্রামের মিনারুল ইসলাম বিশ্বাসের ছেলে।
বাচ্চাটির পরিবার ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে শিশুটির পিতা মিনারুল ইসলাম করিমনে করে বিচালি নিয়ে আসে বাড়িতে। করিমন চালক বাড়িতে বিচালি নামিয়ে চলে যাওয়ার সময় তার শিশুপুত্র ওবাইদুল্লাহ আনন্দে করিমনে চড়ে বসে। কিন্তু করিমনটি গ্রাম্য নিচু সড়ক থেকে উচু মহাসড়কে উঠতে না পেরে শিশু ওবাইদুল্লাহ-সহ সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এ সংবাদে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমীন ঘটনাস্থলে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Please follow and like us: