খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনায় এক কৃষকের প্রায় শতাধিক ফলন্ত সিমের মান্দা কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে তার এ সিমের মান্দা গুলো কেটে দেওয়া হয়।
উপজেলার উত্তর মাগুরাঘোনা গ্রামের মোঃ সিদ্দিক সরদারের ছেলে মোঃ মোনায়েম সরদার জানায়, মাগুরাঘোনা মৌজায় রাস্তার পাশে তিনি একটি জমি হারি নিয়ে জমিতে ধান চাষ ও জমির আইলে সিম চাষ করেছেন। সিম গাছ গুলোতে প্রচুর সিম ধরেছে৷ গতকাল বৃহস্পতিবার সকালে তিনি ২৩ কেজি সিম তুলে ১৫শ টাকা বিক্রি করছেন। কিন্তু কুয়াশার কারণে সকালে মান্দা কেটে দেওয়ার বিষয়টি বোঝা না গেলেও দুপুরের দিকে গাছ গুলো শুকিয়ে গেছে। তিনি বলেন জমির পাশে বসবাসকারী একই গ্রামের শহিদুল মোড়লের স্ত্রী ফাতেমা বেগম শত্রুতামূলকভাবে তার সিম গাছ গুলো কেটে দিয়েছে। এঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। ফাতেমা বেগম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
Please follow and like us: