নিরাপদ উদ্যানতাত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তির উপর উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে ২১ ও ২৩ মে ২দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের ১ম দিন অতিবাহিত হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার ১ম দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন। প্রশিক্ষক ছিলেন অধির কুমার বিশ্বাস ও মোঃ হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন স্পেয়ার মেকানিক সৌমেন্দু মন্ডল প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
Please follow and like us: