
ডুমুরিয়ার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোল্লা আবুল কালাম(৭০) গতকাল সকাল ১১টায় হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
ডুমুরিয়ার ঐতিহ্যবাহী যুব সংঘ’র আহবায়ক ও ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের বড় সন্তান মোল্লা আবুল কালাম’র মেঝ ভাই ডুমুরিয়ায় উপজেলা বিএনপি’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সদর ইউনিয়ন পরিষদে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোল্লা আবুল কাশেম, তার নিকটতম ছোট ভাই জেলা ও উপজেলা বিএনপির নেতা ও সদর ইউনিয়নে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোল্লা মোশারফ হোসেন মফিজ-সহ অন্যান্য ভাইরাও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন যাবৎ হ্নদরোগে ভুগছিলেন। গতকাল সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুমেক হাসপাতালে পাঠান। সেখানে সকাল সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢুলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ৭মেয়ে-সহ অসংখ্য আপনজন রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
Please follow and like us: