
ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা রবিবার সকালে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাধীনতা চত্বরে তিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালী শেষে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল’র কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনা’র
কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন।
প্রকল্প উপস্থাপক করেন প্রকল্প পরিচালক ক্লাইমেন্ট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবাযু পরিবর্তন অভিযোজন প্রকল্প’র কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা তষার কুমার বিশ্বাস, কৃষক নিউটন মন্ডল প্রমুখ। স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ১২ টি স্টলে বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রর্দশন করা হয়েছে।
Please follow and like us: