খুলনার ডুমুরিয়ায় গাছ থেকে পড়ে জিয়াউর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার খর্ণিয়া বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে জিয়াউর রহমান ঘটনার দিন সকালে খর্ণিয়া বাজারস্থ জনৈক মজিদের দোকানের সামনে একটি তাল গাছে তাল কাটতে উঠে। এ সময় অসাবধানতাবশতঃ পা পিছলে নিচের পাকা রাস্তার উপর পড়ে। এসময় তার কান দিয়ে প্রচুর রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এরপর মাগরিব নামাজ বাদ ভদ্রদিয়া জামে মসজিদের সামনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
Please follow and like us: