ডুমুরিয়ায় উঁচু গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মহসিন সানা (৪৭) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকার শান্তিনগরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক শান্তিনগর এলাকায় নওশের আলী সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর ছয়টায় মহসিন আলী ও তার সহযোগীদের নিয়ে রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা জনৈক এক ব্যক্তির বিক্রিত একটি শিরিশ গাছের ডাল কাটতে গাছে উঠে। এক পর্যায়ে কর্তনকৃত ডাল ছিটকে তার শরীরে লাগলে আচমকা উঁচু গাছ থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তার সহযোগীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us: