
খুলনার ডুমুরিয়ায় ছাগল চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলা মতলেব সর্দারের পুত্র ইমরান হোসেন সরদার (১৮) ও একই গ্রামের কাসেম আলী সর্দারের পুত্র শান্ত সরদার (১৯)।
উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না জানায় বৃহস্পতিবার দুপুরে বয়ারসিং গ্রামের নন্দলাল মন্ডলের একটি ছাগল রাস্তার পাশে বাঁধা ছিল। এসময় চোরের ছাগলটি ধরে নিয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় মহিলারা দেখতে পায়। এ সময় বিষয়টি তাকে জানালে স্থানীয় লোকজন মোটরসাইকেলযোগে চোর দের করে। প্রায় ১০ কিলোমিটার ধাওয়া করার পর মাগুরাঘোনা ইউনিয়নের মালোপাড়া নামক স্থানে দুইজনকে আটক করা হয়। এ সময় একজন চোর পালিয়ে যেতে সক্ষম। আটককৃত চোরদের কাছ থেকে নাম্বার বিহীনগ একটি ডিসকভার মোটরসাইকেল, চুরি হওয়া ছাগল ও মোবাইল ফোন উদ্ধার করা হয় । পরে আটককৃতদের গণধোলাই দিয়ে ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাগল চোর দের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।
Please follow and like us: