
খুলনার ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অহাব আলী খাঁ নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে কুপিয়ে জখম করা হয়। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর( খাঁ বাড়ী) গ্রামের বাসিন্দা। এঘটনায় শনিবার বিকেলে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের অহাব আলী খাঁর স্ত্রী শিউলি বেগম উল্লেখ করেন, একই গ্রামের মৃত ইউসুফ আলী খাঁর ছেলে অদুত খাঁ ও স্ত্রী রঞ্জিদা বেগম ও মৃত ইসমাইল খাঁর ছেলে মোঃ ইউনুস আলী খাঁ-দের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। তারই জের ধরে গত শুক্রবার বিকেলে তার স্বামী অহাব আলী খাঁ বাড়ি থেকে সাইকেলযোগে চুকনগর বাজারে যাওয়ার পথে বিবাদী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে তার উপর হামলা করে তাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমান তার অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us: