খুলনার ডুমুরিয়ায় থানায় জিডি করে বিপাকে পড়েছে এক ব্যাংক কর্মকর্তার পরিবার। জিডি করার কারণে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে বেপরোয়া মারপিট করে আহত করেছে ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে। আহত রাশিদা বেগম ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে উপজেলার শোভনা মৌলবী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের মৌলবী পাড়া এলাকায় ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম গাজীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মোফাজ্জেল,আলাপি, ইব্রাহিম সহ কয়েকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের বিভিন্ন হুমকি ধামকি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ৩১ মে থানায় একটি সাধারণ ডায়রি করেন পরিবারটি। এরপর পুলিশ ঘটনা অনুসন্ধানে এলাকায় গেলে ওই পরিবারের প্রতি বেপরোয়া ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ। তারই জের ধরে ঘটনার দিন সকালে আব্দুর রহিমের স্ত্রী রাশিদা বেগম বিবাদিদের বাড়ির সামনে গেলে অশ্লীল গালিগালাজ এলাকা ছাড়ার হুমকি সহ বেপরোয়া মারপিট করে। এতে রাশিদা বেগম গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: